Translate

> > প্রশ্ন-উত্তর

প্রশ্ন-উত্তর

Posted on Sunday, March 27, 2011 | No Comments

১: আমার প্রশ্ন হলো কোরানে বেশ কিছু যায়গায় বলা হয়েছে আকাশ মন্ডলি ও পৃথিবী সৃষ্টি হয়েছে ছয় দিনে । কিন্তু সূরা ফূসিলতে বলা হয়েছে আকাশ ও পৃথিবী তৈরী হয়েছে আটদিনে । এই কথাটা কি পরষ্পর বিরোধি এই আয়াতে আরো আছে যে পৃথিবী তৈরী হয়েছে ছয়দিনে আর আকাশ তৈরী হয়েছে দুই দিনে এই কথাটা বিগ-ব্যাংঙ থিওরির বিরুদ্ধে । কারন আকাশ ও পৃথিবী সৃষ্টি হয়েছে একি সাথে ?



ভাই খুব গুরুত্ব্যপুন্য প্রশ্ন করেছেন যে কোরান বলছে আকাশ মন্ডলি ও পৃথিবী সৃষ্টি হয়েছে ছয় দিনে আর সূরা ফূসিলতে বলছে আটদিন । এটা কি পরষ্পর বিরোধী এটা কি বিগ-ব্যাংঙ থিওরির বিরুদ্ধে কিনা – আমি আপনার সাথে একমত কোরান অনেক জায়গায় বলেছে আকাশ মন্ডলি ও পৃথিবী সৃষ্টি হয়েছে ছয় দিনে অনেক জায়গায় সূরা আরাফের ৫৪নং আয়াতে একথা বলা হয়েছে তারপর সূরা ইউনুসের ৩নং আয়াতে বলা হয়েছে , সূরা হুদ এর ৭নং আয়াতে বলা হয়েছে, সূরা ফুরকানের ৫৯নং আয়াতে বলা হয়েছে, সূরা সাজ্‌দাহর ৪নং আয়াতে বলা হয়েছে আর সূরা হাদিত ৪নং আয়াতে বলা হয়েছে । এমনকি অনেক জায়গায় কোরান বলছে আকাশ মন্ডলি ও পৃথিবী সৃষ্টি হয়েছে ছয় দিনে । এটা পার্থিব দিন নই এটা হলো ইয়াম খুব একটা লম্বা সময় কাল , একথার ব্যাপারে আমার কনো আপত্তি নেই । আর এ ব্যাপারে আমি একমত যে পবিত্র কোরানে আকাশ মন্ডলি ও পৃথিবীর সৃষ্টি কথা বলা হয়েছে, সূরা ফুসিলতে আপনি যে আয়াতের কথা বলেছেন সেটা হলো ৯-১২ নং আয়াত বলা হচ্ছে যে – তাহাকে কি অস্বিকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ , তোমরা কি কাহাকেউ তাহার শরীক করাইতেছ তিনিতো জগত সমূহের প্রতি পালক । দশ নং আয়াতে আছে তিনি ভূ-পৃষ্ঠে স্থাপন করেছেন অটল পর্বত মালা পৃথিবীতে খ্যাদ্যের ব্যাবস্থা করেছেন চার দিনে । এগারো নং আয়াতে বলা হচ্ছে অতপর: তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন যাহাছিল ধুম্র বিশেষ । অতপর: তিনি উহাকে ও পৃথিবী কে বলিলেন তোমরা উভয়েই আসো ইচ্ছায় বা অনিচ্ছায় অতপর: তারা উভেয়ই বলিল আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া তিনি ইহা করেন দুই দিনে । তাই আপনি যদি পরেন চিন্তা না যে ২ + ৪+ ২ = ৮ দিন । কোরান এখানে শুরুতেই উত্তর দিয়েছে যে যারা এর মধ্যে ভুল খুজতে যাবে তারা হবে সেই লোকগুলোর সমান যারা আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করে । আল্লাহ্‌ সুবাহানা তা-আলা যানতেন কিছু লোক থাকবে যারা কোরানের এই আয়াত গুলোর ভুল বের করার চেষ্টা করবে তারা হবে মুশরিক । এখন র্খষ্টান মিশোনারিরা মুসলমানদের বিরুদ্ধে এই আয়াত গুলো প্রচার করে যদি আশে পাশে দেখেন আমি অনেক দেশে গিয়েছি এই প্রশ্নটা আমাকে সেখানেও করা হয়েছিল । এখানে প্রথম দুটো আয়াত মানে সূরা ফসিলতের ৯-১০ নং আয়াতে বলছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে দুই দিনে তারপর পাহাড় পর্বত ও খাদ্যের ব্যাবস্থা করা হয়েছে যথাযথ ভাবে চার দিনে সব মিলিয়ে ছয় দিন তার পর এগারো নং আয়াতে প্রথম আরবি শব্দ সুমমা এর তিনটি আলাদা অর্থ আছে একটা হলো তারপর, একটা হলো তখনি আরেকটা হলো একিসাথে । আমি মেনে নিচ্ছি কোরানে অনেক আয়াতেই সুমমার অনুবাদ করা আছে তারপর যদি সুমমার অনুবাদ করেন “তারপর “ তাহলে কথাটা পরষ্পর বিরোধী । অনুবাদ করেছে তারপর তবে এখানে সঠিক অনুবাদ হবে তখনই অথবা একিসাথে । আবদুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুমমা শব্দটির সঠিক অনুবাদ করেছেন (হাতের বই দেখিয়ে) অর্থাৎ একিসাথে যদি সুমমার অনুবাদ করে একিসাথে তখন এর অর্থ দাড়াঁবে যখন পৃথিবী ও পাহাড়পর্বত সৃষ্টি হলো ছয় দিনে তখন আকাশ সৃষ্টি হলো দুই দিনে । যেমন ধরেন কনো একজন নির্মাতা তিনি বল্লেন আমার কোম্পানি একটা দশ তলা বাড়ি বানিয়েছে একি সাথে বাড়ির চারপাশে দেয়ালটাও বানিয়েছে মোট ছয় মাস সময়ে । এরপর কনো একজন লোক ফ্লাট কিনতে গেলেন , তারপর সেই নির্মাতার সাথে কথা বল্লেন বাড়িটার সর্ম্পকে বিস্তারিত কিছু জানতে চাইলেন । নির্মাতা বল্লেন বেইজমেন্ট তৈরি করতে দুই মাস সময় লেগেছে আর পরের চার মাসে দশতলা বাড়িটা বানিয়েছি আর যখন আমি বেইজমেন্ট ও দশতলা বাড়িটা বানাচ্ছিলাম তখন আমি বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি দুই মাসে । এটা সম্ভব কথাটা পরষ্পর বিরোধি নই এরপরও মোট সময় ছয় মাস । একি ভাবে সূরা ফসিলতের ৯-১০ নং আয়াতে বলছে যে পৃথিবী ও পর্বত ছয় দিনে সৃষ্টি হলো একি সাথে আকাশ মন্ডলি সৃষ্টি হয়েছে দুই দিনে এটা পরষ্পর বিরোধি নই। আর একি ভাবে যদি অনুবাদ করেন তারপর তাহলে কথাটা বিজ্ঞান সম্মত হয় না ,এটা পরষ্পর বিরোধি । এছাড়াও পবিত্র কোরানে সূরা বাকারার ২৯নং আয়াতে বলা হয়েছে আল্লাহ্‌ পৃথিবী সৃষ্টি করেছেন সুমমা আকাশ মন্ডলি তবে দূর্ভাগজনক আবদুল্লাহ ইউসুফ এখানে সুমমার অনুবাদ করেছেন “তারপর” । আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আকাশ মন্ডলি তখন কথাটা পরষ্পর বিরোধি । এখানে সুমমা শব্দটার সঠিক অনুবাদ হবে একিসাথে তখন কথাটা পরষ্পর বিরোধি না , কারন বিগ-ব্যাং এর থিওরি আমাদের বলে আকাশ ও পৃথিবী একিসাথে সৃষ্টি হয়েছে । সেজন্যই পবিত্র কোরানে অনেক জায়গায় বলা আছে আমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করলাম । সবশেষে আমি পবিত্র কোরানে সূরা আম্বিয়ার ৩০ নং আয়াতের কথা উল্লেখ করছি -



أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاء كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ




আকাশমন্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল আমি উহাদের পৃথক করিলাম

Leave a Reply

Powered by Blogger.